ঢাকার সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে 'সহশিক্ষা' চালুর যে সুপারিশ রয়েছে, তা বাতিলের দাবি উঠেছে। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসে এ দাবির কথা শোনান ইডেন মহিলা কলেজের একদল প্রাক্তন শিক্ষার্থী। যুক্তি হিসেবে তারা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়ন হলে নারীদের উচ্চশিক্ষা ‘মারাত্মকভাবে ব্যাহত’ হবে এবং সংবিধানে থাকা সমান সুযোগের নিশ্চয়তা লঙ্ঘন হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইডেন মহিলা কলেজর সাবেক ভিপি হেলেন জেরিন খান। তিনি বলেন, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দীর্ঘকাল ধরে নারী শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। বিশেষত ধর্মপ্রাণ ও নিম্ন-আয়ের পরিবারের নারী শিক্ষার্থীদের জন্য এগুলো নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ শিক্ষাকেন্দ্র। “কিন্তু খসড়া অধ্যাদেশের ৬(১) (খ)...