শুরুতে ১০৪ পর্ব হওয়ার কথা থাকলেও বেশ কিছু জটিলতায় ৫৩ পর্বে বন্ধ হয়ে যায় সিরিয়ালটি।অমি জানান, ‘‘বন্ধ হওয়ার কারণটা আমিও বুঝতে পারিনি। তবে ওই ৫৩ পর্বই অনেকে পছন্দ করেন। তখন অবশ্য ফেসবুক বা ইউটিউবে নাটকের এমন দাপট ছিল না। কিন্তু আমরা জনপ্রিয়তা টের পেতে থাকি।’’মানববন্ধন-দাবি-দাওয়াকাজল আরেফিন অমি জানান, ২০১৭ সালে নাটকটি শুরু হলেও ৫৩ পর্ব শেষ হয় ২০১৮ সালে। তখনও এই দেশে সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ ব্যাপারটি সেভাবে শুরু হয়নি।এমনকি পরিচালকসহ পুরো টিম ‘সিজন’ বিষয়টার সঙ্গেও অতটা পরিচিত ছিলেন না। তাই সেরকম কোনো চিন্তা ছিল না। কিন্তু এর মধ্যে ঢাকার বাইরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মানববন্ধনের খবর পান অমি। খবর পান মিছিলেরও।মানববন্ধনের বিষয় ছিল- ‘ব্যাচেলর পয়েন্ট আবার ফেরত চাই’। রীতিমতো ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন। তারপর নড়েচড়ে বসেন পরিচালকসহ পুরো টিম। কিন্তু চ্যানেলের সঙ্গে...