গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ব্যাপক সাড়া ফেলেছিল। তথাকথিত কমার্শিয়াল ঘরানার সিনেমা না হলেও বক্স অফিসে বাজিমাত করে নির্মাতা তানিম নূরের ‘উৎসব’। এবার নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। প্রয়াত হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তিনি বানাচ্ছেন ‘বনলতা এক্সপ্রেস’। গেল সপ্তাহে সামাজিক মাধ্যমে প্রকাশিত ৫২ সেকেন্ডের একটি মোশন ভিডিওতে সিনেমার নাম ঘোষণা করা হয়। দেখা গেছে, একটি ট্রেন ছুটে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে বাজছে অর্থহীনের ‘চাইতেই পারো’ গানটি। ভিডিওতে লেখা রয়েছে- ‘আগামী রোজার ঈদে আসছে আরেক ছায়াছবি, এবার সাথে রয়েছে দ্য ম্যাজিশিয়ান হুমায়ূন আহমেদ। উৎসবের পর তানিম নূরের বনলতা এক্সপ্রেস, ট্রেন মিস করবেন না কিন্তু।’ আরও পড়ুনআরও পড়ুনক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না: জয়া আহসান জানা গেছে, ‘বনলতা এক্সপ্রেসের’ কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে একঝাঁক তারকাকে। তার মধ্যে...