১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম বন্ধ হতে চলেছে প্রায় চার দশক ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব করা এমটিভির সংগীতভিত্তিক সমস্ত চ্যানেল। সুতরাং যেসব শ্রোতা এমটিভির মিউজিক চ্যানেলের সঙ্গে নিজেদের কৈশোর জীবন থেকে যৌবনে পাড়ি দিয়েছেন, তাদের জন্য খারাপ খবর। এমটিভির সংগীতভিত্তিক সমস্ত চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি ঘোষণা করেছে এমটিভির মূল প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল। তারা জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে এমটিভি এইটিস, এমটিভি নাইন্টিস, এমটিভি মিউজিক, ক্লাব এমটিভি ও এমটিভি লাইভের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। আর টেলিভিশনে দেখা যাবে না এই চ্যানেলগুলি। পাশাপাশি এই পদক্ষেপ নেওয়ার কারণও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, এমটিভি টেলি ভিশন নেটওয়ার্ক ছোট করে এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। কারণ বর্তমানে এমটিভির দর্শকসংখ্যা অনেকটা কমে গিয়েছে।...