খাদ্যগ্রহণ মানবজীবনের এক মৌলিক প্রয়োজন। প্রতিদিন একাধিকবার আমরা খাবার খাই। খাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে। আল্লাহর রাসুল (সা.) পরিবারের সবাই মিলে একত্রে খেতে উৎসাহ দিয়েছেন। একসাথে বসে খেলে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। খাবার শুধু শরীরের আহার নয়, আত্মারও প্রশান্তির কারণ হয়। হাদিসে এসেছে, একদল সাহাবি আল্লাহর রাসুলের (সা.) কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল, আমরা খাওয়া-দাওয়া করি, কিন্তু তৃপ্ত হই না। রাসুল (সা.) বললেন, আপনারা সম্ভবত আলাদা আলাদা খান। তারা বললেন, জী, হ্যাঁ। রাসুল (সা.) বললেন, আপনারা একসাথে খান ও আল্লাহর নাম...