ফেসবুকে এখন ভিন্ন ভিন্ন নামে গড়ে উঠেছে অসংখ্য গ্রুপ ও পেজ। প্রতিটি গ্রুপে হাজার থেকে লাখের বেশি সদস্য। এসব গ্রুপে নিয়মিত শেয়ার করা হচ্ছে তরুণী-যুবতীদের আপত্তিকর ছবি ও ভিডিওর ডেমো ক্লিপ। ফাঁদে ফেলা হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের।ফেসবুকের এসব পেজ ও গ্রুপে দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের লিংক। লিংকে প্রবেশ করলেই আসে দেশি নগ্ন ও অশ্লীল ভিডিওর প্রলোভন। প্রথমে দেওয়া হয় আংশিক ভিডিও, যাতে আগ্রহ বাড়ে। পুরো ভিডিও দেখতে হলে গুনতে হয় টাকা। অগ্রিম টাকা পাঠানোর পরই পাঠানো হয় পুরো ভিডিওর লিংক।নগদ ও বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে এসব ভিডিও কিনছে নানা বয়সী তরুণ-তরুণী। আর সর্বনাশ হচ্ছে সেই নারীদের, যাদের প্রেমের ফাঁদে ফেলে কিছু প্রতারক প্রেমিক গোপনে ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক করেও...