উচ্চমাধ্যমিক পাস করে সিলেট আর্টস কলেজ এবং শাহ আলম গ্যালারি অব ফাইন আর্ট থেকে চিত্রকলায় সার্টিফিকেট কোর্স করেছেন মোস্তাফিজুর রহমান। ২০১৫ সাল থেকে টানা পাঁচ বছর সিলেটের চারুকলি শিশুচারু বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সিলেট আর্টস স্কুলেও শিক্ষকতা করেছেন। এরপর শিক্ষকতা ছেড়ে ক্ষুদ্রাকৃতির ভাস্কর্য তৈরিতে মনোযোগী হন ৩৬ বছর বয়সী মোস্তাফিজ। ২০১৩ সাল থেকেই সিলেট শহরের বাসিন্দা মোস্তাফিজ। তাঁর বাবা শফিকুর রহমান ও মা লায়লা বেগম অবসরপ্রাপ্ত শিক্ষক। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্ত্রী মাহদিয়া আক্তার আর দুই সন্তান নিয়ে এখন থাকেন মেজরটিলা। তাঁর বাসায় গিয়ে দেখা গেল ঘরের টেবিল আর মেঝেতে সার সার সাজিয়ে রাখা কিনব্রিজ, আলী আমজদের ঘড়ি, জৈন্তা রাজবাড়ি, শ্রীমঙ্গলের চা-কন্যা, ব্যাটনের বাড়ি। কোনোটার কাজ শেষ, অনেকগুলো নির্মাণাধীন। এসব মিনিয়েচার তৈরিতে ব্যবহার করেন কাঠ, কাপড়, বোর্ড, কাঠি, সিমেন্ট, বালু,...