খুলনা:বহিস্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরণ অনশন করার হুমকি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ. শিক্ষার্থী মোঃ মোবারক হোসেন নোমান। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। লিখিত বক্তব্যে মোঃ মোবারক হোসেন নোমান বলেন, গত ২ মে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে “আম পাড়ার” অজুহাতে ডিএসএ অফিসে ডেকে মুচলেকা দিতে বাধ্য করা হয়। তাদের আম চোর, পারিবারিক শিক্ষা-দীক্ষা নাই, সন্ত্রাসী, মব ইত্যাদি বলে অপমানিত করেন। এই অমানবিক আচরণের প্রতিবাদে আমরা প্রশাসনিক ভবনের পাশে প্রতীকীভাবে আম পাড়তে যাই। সেখানে কিছু শিক্ষক আমাদের গালিগালাজ ও হুমকি দেন। এক পর্যায়ে আমাকে ধাক্কা মারতে মারতে একজন শিক্ষক পড়ে যান। এই ক্ষুদ্র ঘটনাকেই বিকৃতভাবে প্রচার করে আমার বিরুদ্ধে ৩২৩/৫০৬/৪৪৭/৩২৫/৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়। তিনি বলেন, এ মামলায় গত ১৩ মে...