সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ক্রমাগত বাড়লেও, অনেকের মনেই একটি সাধারণ প্রশ্ন থাকে—দীর্ঘদিন লগইন না করলে অ্যাকাউন্ট কি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ বা মুছে যায়? এই বিষয়ে ফেসবুকের মূল সংস্থা মেটার নীতিমালায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ফেসবুক কর্তৃপক্ষের নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে যে, একজন ব্যবহারকারী যদি দীর্ঘদিন তার অ্যাকাউন্টে লগইন না করেন, তবুও তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট বা বন্ধ হয় না। অর্থাৎ, কেউ কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে লগইন না করলেও অ্যাকাউন্টটি সাধারণত প্ল্যাটফর্মে থেকেই যায়। বিশেষ কিছু ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটিকে 'নিষ্ক্রিয়' (Inactive) হিসেবে গণ্য করতে পারে। যদি কোনো ব্যবহারকারী টানা দুই বছর বা তারও বেশি সময় একবারও অ্যাকাউন্টে লগইন না করেন, তবে সেই অ্যাকাউন্টটিতে কিছু পরিবর্তন আসে। প্রোফাইলটি সাধারণত বন্ধুদের সার্চ বা তালিকায় দেখা যায় না। ব্যবহারকারীর ছবি, পোস্টসহ কনটেন্টগুলো...