অর্থাভাব আর যন্ত্রসংকটকে সঙ্গে নিয়ে সব বাধা কাটিয়ে এক রাতের মধ্যে ‘অবসকিওর’ ব্যান্ডের প্রথম অ্যালবাম দেখে আলোর মুখ। গান রেকর্ডিংয়ের ওই সময়টা কতটা সংগ্রামের ছিল সেই গল্প গ্লিটজের কাছে করেছেন ব্যান্ডের কণ্ঠশিল্পী ও দলনেতা সাঈদ হাসান টিপু। নব্বই দশকের শিল্পীদের গান ও গল্প নিয়ে অনুষ্ঠান ‘নাইনটিজ মিউজিক স্টোরির’ চতুর্থ পর্বে হাজির হয়ে এসব গল্প করেছেন টিপু। বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে টিপু জানিয়েছেন, প্রথম অ্যালবামের জন্য ৩২টি গান তৈরি করেছিল অবসকিওর। সেখান থেকে ১২টি গান নিয়ে হয় ‘অবসকিওর ভলিউম ১’। সেই সময়ের ব্যান্ডের সংগ্রামের কথা তুলে ধরে টিপু বলেন,"আমাদের কোন ইনস্ট্রুমেন্ট ছিল না। রেকর্ডিংয়ের সময় কিছু ইনস্ট্রুমেন্ট ভাড়া করে এনে বাজিয়েছি। এক রাতে সবগুলো গান গেয়েছি। বাবার কাছ থেকে ১২ হাজার টাকা এনে অ্যালবামের...