গুগলের এআই ওভারভিউস ফিচার নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ইতালির সংবাদ প্রকাশকরা। তাদের অভিযোগ, প্রকাশকদের ওয়েবসাইটে পাঠক সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে মার্কিন সার্চ জায়ান্টটির কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর সারাংশ তৈরির এই সিস্টেম। প্রকাশকরা বলছেন, গুগলের এ ফিচারটি আসলে এক ধরনের ‘ট্রাফিক কিলার’। কারণ এই সার্চ রেজাল্টের পাতাতেই উত্তর পেয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। ফলে বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশের প্রয়োজন কমে যাচ্ছে তাদের। এতে প্রকাশকদের আর্থিকভাবে টিকে থাকা ও স্বাধীনভাবে সাংবাদিকতার বিষয়টি হুমকির মুখে পড়ছে। ইতালির সংবাদপত্র প্রকাশকদের সংগঠন এফআইইজি বলেছে, আনুষ্ঠানিকভাবে ইতালির যোগাযোগ ও গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাগকম’-এর কাছে গুগলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা। এফআইইজি’র মতে, গুগলের এআই ওভারভিউস ফিচারটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য অন্যায্য প্রতিযোগিতা ও আয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে বিষয়টি নিয়ে সরকারি তদন্ত ও নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন। এ...