নতুন ভূমি আইনে যে অপরাধগুলো করলে ৭ বছর কারাদণ্ডের কথা বলা হচ্ছে।১. অন্যের জমি নিজের মালিকানা বলে প্রচার করা।২. তথ্য গোপন করে জমির সম্পূর্ণ বা অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা দলিল করে দেওয়া।৩. নিজের মালিকানাধীন জমির অতিরিক্ত জমি অথবা অন্যের মালিকানাধীন জমি আপনার ক্ষমতাভুক্ত না হয়ে অন্যের কাছে বিক্রি করা।৪. এক ব্যক্তিকে অপর ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর...