ফের ঢাকায় আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। সামাজিকমাধ্যমের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ। শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুকে দুটি স্টোরি শেয়ার করেছেন এই গায়ক। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি ছবির ওপর লেখা, ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’ পরবর্তী স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গওহর মমতাজকে গিটার বাজিয়ে পারফর্ম করতে দেখা যাচ্ছে। সেখানেই উল্লেখ করা হয়, ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল দ্য ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শিগগিরই।’ এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে চলেছে জাল। যদিও এই কনসার্টের আয়োজক কারা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভক্তরা শিগগিরই কনসার্টের তারিখ ও স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা...