বিচ্ছেদের খবরের দেড় বছর পর আবার আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রাজনীতিক রাকিব সরকার। কয়েকদিন আগে ছেলে ফারিশ ও রাকিবের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর নতুন করে গুঞ্জন শুরু হয়েছে—তাহলে কি সম্পর্কের বরফ গলেছে? আবার একসঙ্গে হয়েছেন মাহি ও রাকিব? এই প্রশ্নের জবাবে মাহি নিজেই জানালেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’ দেড় বছর আগে তিনি জানিয়েছিলেন, রাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, তাই বিচ্ছেদের ঘোষণা দেন। তখন মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না। তখন মনে হয়েছে বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো। রাকিব এখনও ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’ এবার সেই ঘোষণার কারণ ব্যাখ্যা করে মাহি বলেন, ‘আমি রাগের মাথায় বিচ্ছেদের...