১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার, ইকসু গঠনের রোডম্যাপ বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক সংস্কারের ১৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইবি সংস্কার আন্দোলন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খন্দকার আবুসাঈম, ত্বকী ওয়াসিফ, আব্দুল্লাহ আল রাহাত, আলী আজিম মো. আবরার, শান্ত শিশির রেদোয়ান আহমেদ, সজীব ভূইয়া, মো. তানভীর, জারিন তাসমিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগানে প্রকম্পিত করে তোলেন প্রশাসন ভবন চত্বর। তাদের স্লোগান ছিল “আশ্বাস না সংস্কার, সংস্কার সংস্কার”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “ইকসু মোদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার”— প্রভৃতি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন শুধু আশ্বাস দিচ্ছে, বাস্তবে কোনো পরিবর্তন দৃশ্যমান নয়।...