বলিউডের শক্তিমান পরিচালক-প্রযোজক ও অভিনেতা করণ জোহর তার জীবনে নাকি একাধিক এমন ঘটনা রয়েছে, যা প্রকাশ্যে বলা কঠিন। তবে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ‘সুরজ হুয়া মধ্যম’ গানের শুটিং করতে গিয়ে মিশরে যা হয়েছিল, তা ভাবলে এখনো শিউরে ওঠেন পরিচালক। রুপালি পর্দায় সিনেমা দেখতে যতটা ভালো লাগে, সিনেমা তৈরির গল্পগুলো হয় একেবারে অন্য রকম। বলি বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল তখন রোম্যান্স করছেন মিশরের মরুভূমিতে। মনিটরে চোখ পরিচালকের। এমন সময় মাঝ পথে শুটিং বন্ধ করতে হয় করণ জোহরকে। পেট মোচড় দিয়ে ওঠে।আরও পড়ুনআরও পড়ুনযে কারণে নাম পরির্বতন করেন এআর রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, আমরা মরুভূমিতে গানের শুট করছি। পেটে এমন ব্যথা শুরু হলো, মনে হলো যেন মরে যাব। শুটিং থামিয়ে অনেক দূরে চলে যাই। সাদা চুনাপাথর খুঁজে...