সৌদি আরবের রিয়াদে জয় ফোরাম ইভেন্টে তারকার সমাবেশ ঘটে। সেখানে একফ্রেমে পাওয়া যায় বলিউডের তিন খান— বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানকে। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্ব, ক্যারিয়ার এবং তাদের চলচ্চিত্র সম্পর্কে খোলামেলা কথা বললেন তিন সুপারস্টার। সেই অনুষ্ঠানে শাহরুখপুত্রের প্রশংসায় পঞ্চমুখ সালমান খান। বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ভূয়সী প্রশংসা করলেন ভাইজান। শাহরুখপুত্র আরিয়ান খান সদ্য বলিউডে অভিনেতা হিসাবে নয়; পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আরিয়ান বরাবরই ক্যামেরার পেছনে কাজ করতে স্বচ্ছন্দ। তাই পরিচালনায় হাতেখড়ি হয়েছে তার। এ মুহূর্তে আরয়ানের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে সর্বত্র চর্চা। সালমানও পিছিয়ে থাকলেন না। ভাইজান বলেন, আরিয়ান একটা ওয়েব সিরিজ তৈরি করেছে, দ্য় ব্য়াডস অব বলিউড। এটি সত্যিই দুর্দান্ত। ওর বেড়ে ওঠাও একই...