অর্থাৎ, তুমি অজু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে নেবে। অতঃপর যদি আর্দ্রতা অনুভব হয় তবে সেটাকে তোমার ছিটানো পানির আর্দ্রতা বলে মনে করবে। (মুসান্নাফে আব্দুর রাযযাক : বর্ণনা ৫৮৩)সুতরাং আপনিও এভাবে পবিত্রতা অর্জন ও নামাজ আদায় করবেন। আর ওয়াসওয়াসা বা সন্দেহকে মোটেও স্থান দেবেন না।সূত্র : মুসান্নাফে আব্দুর রাযযাক : বর্ণনা ৫৯৫, কিতাবুল আছল : ১/৫৩, খুলাসাতুল ফাতাওয়া : ১/১৮, আলমুহীতুল বুরহানী : ১/২১৮-২৬৯, বাদায়েউস সানায়ে : ১/১৪০, ফাতাওয়া হিন্দিয়া : ১/৯ সুতরাং আপনিও এভাবে পবিত্রতা অর্জন ও নামাজ আদায় করবেন। আর ওয়াসওয়াসা বা সন্দেহকে মোটেও স্থান দেবেন না।সূত্র : মুসান্নাফে আব্দুর রাযযাক : বর্ণনা ৫৯৫, কিতাবুল আছল : ১/৫৩,...