বর্তমানে পৃথিবীতে সৌর শক্তি ব্যবহারের পরিমাণ দ্রুত বাড়ছে। আর সেইসঙ্গে হাজার হাজার পুরানো সৌর প্যানেলের ‘আয়ু’ শেষ হয়ে গেলে কীভাবে সেগুলোকে যথাযথভাবে নিষ্কাশন বা পুনর্ব্যবহার করা যাবে তা এখন বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অধিকাংশ সৌর প্যানেল ফেলে দেওয়া হচ্ছে ভাগাড়ে। তবে সম্প্রতি পুরানো বিভিন্ন সৌর প্যানেলকে নতুনভাবে ব্যবহারের উপায় খুঁজে বের করেছেন গবেষকরা। ‘ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া’র গবেষকরা বলছেন, সৌর প্যানেল ফেলে দেওয়ার চেয়ে ভালো এক উপায় রয়েছে, যেখানে পুরানো বিভিন্ন প্যানেল ব্যবহার উপযোগী হয়ে উঠবে, বর্জ্য কমাতে সাহায্য করবে এবং সৌর শক্তি আহরণে আরও নিশ্চয়তা দেবে। অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি সৌর প্যানেল রয়েছে অস্ট্রেলিয়ায়। ফলে সেখানে লাখ লাখ বাড়িতে শক্তির উৎস সূর্যের আলো থেকে পাওয়া বিদ্যুত বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। এসব সৌর ফটোভোলটাইক বা...