অনেক সময় বয়স বাড়ার আগেই চুল পাকতে শুরু করে। মানে কালো চুল সাদা হয়ে যায়। এ ক্ষেত্রে সবাই চুল কালার করে ফেলে। অথচ এই কালারের কারণে চুল আরো সাদা হয়ে যায়। তাই এ ক্ষেত্রে কালার ব্যবহার না করে আলুর খোসা ব্যবহার করুন। এই খোসায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম ও ক্যালসিয়াম, যা সাদা চুল কালো করার পাশাপাশি খুশকি দূর করে, চুল পড়া কমায় ও চুলের গোড়া মজবুত করে। কীভাবে চুলে আলুর খোসা ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন। প্রথমে ছয়টি আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার আলুর খোসাগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি প্যানে পানি দিয়ে গরম করুন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে আলুর খোসাগুলো...