‘১৮ অক্টোবর’ তারিখটি কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ভক্ত-শ্রোতাদের জন্য বিষাদের। আইয়ুব বাচ্চু—যার গায়কি আর গিটারবাদনের জাদু ছুঁয়ে গেছে প্রজন্মের পর প্রজন্মকে। আজও তার সেই সুর যেন ভেসে বেড়ায় প্রতিটি কনসার্টে, প্রতিটি গিটারের তারে। মৃত্যুর সাত বছর পরও বেঁচে আছেন তিনি তার স্বপ্নে, আর সেই স্বপ্ন পূরণের পথে হেঁটে চলেছে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। ২০২০ সালে শুরু হওয়া এই যাত্রা আনুষ্ঠানিক রূপ পায় চলতি বছরের ৯ জুলাই। আইয়ুব বাচ্চুর স্ত্রী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার বলেন, “বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই নিজেকে সার্থক মনে করব। কিন্তু সেই স্বপ্নের পথে হাঁটতে গেলে প্রয়োজন পৃষ্ঠপোষকতার, যা এখনও পাইনি পুরোপুরি।”আরো পড়ুন:যেসব দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধএক কাঁধে ‘ব্যাকপ্যাক’ বহন করলে শরীরের যে ক্ষতি হয় যেসব দেশে জনসমাগমপূর্ণ স্থানে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ আজ...