বাংলাদেশে জমি বেদখল বা জোরপূর্বক উচ্ছেদ সংক্রান্ত বিরোধে দ্রুত আইনি প্রতিকারের পথ খুলেছে। ২০২৩ সালের 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন' কার্যকর হওয়ার ফলে জমির প্রকৃত মালিকদের এখন আর শুধু দেওয়ানি আদালতের দীর্ঘসূত্রতার ওপর নির্ভর করতে হচ্ছে না। এই নতুন আইনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ জানিয়ে দ্রুত ও কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বৈধ মালিকানাধীন জমি থেকে কাউকে উচ্ছেদের চেষ্টা করে বা জোরপূর্বক দখল করে নেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে ২০২৪ সালের বিধিমালা অনুযায়ী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে জমির মালিকানা সংক্রান্ত সকল দলিল, খতিয়ান এবং নামজারি কাগজপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে অথবা কোনো আইনজীবীর মাধ্যমে...