মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব শোবিজ জগৎকে বিদায় জানিয়ে এখন পুরোপুরি চাকরি ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, গ্ল্যামার জগৎ ছাড়ার পর তার উপার্জনে 'বরকত' বা প্রাচুর্য বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনেত্রী তার আয়-ব্যয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। লেখার শুরুতে সানাই বরকত অনুভবের কথা জানিয়ে বলেন, "বরকত কী, সেটা আমি হাড়ে-হাড্ডিতে টের পেয়েছি মিডিয়া ছেড়ে দেয়ার পর। মিডিয়ায় অ্যাক্টিভ থাকার সময় মিউজিক ভিডিও, ইউটিউব কনটেন্ট ও ফেসবুক থেকে মাসে ৬-৭ লাখ টাকার নিচে ইনকাম থাকত। কিন্তু আমি সেখান থেকে ১ টাকাও জমাতে পারিনি, ১ টাকাও না।" এত বিশাল অঙ্কের অর্থ কীভাবে ব্যয় হতো, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সেই সময় হাত খরচ, পার্লার ও...