অস্কারজয়ী সংগীতব্যক্তিত্ব এ আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নিজের আধ্যাত্মিক বিশ্বাস নিয়েও কথা বলেন। তিনি ধর্মীয় বিশ্বাসের ওপর বিশেষভাবে ভরসা রাখা শুরু করেন তার বাবার মৃত্যুর পর থেকেই। সেই সময় প্রিয়জনকে হারিয়ে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমনকি আজ বিশ্বজুড়ে যে নামে তাকে চেনেন সবাই, সেই নামও তিনি গ্রহণ করছিলেন সেই সময়েই বলে জানান এ সংগীত সুরকার। এআর রহমান বলেন, সত্যি বলতে আমি কখনোই আমার প্রথম নাম নিয়ে খুশি ছিলাম না। তাই আমাকে যখন নাম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়, তখন আমার মা আমাকে বলেন— আবদুল না রেখে আল্লা রাখা রহমান রাখতে পারো। আমার যদিও শুরু থেকেই রহমান নামটি পছন্দ হয়েছিল, আর এই আল্লারাখার অর্থ হলো— ঈশ্বরের মাধ্যমে সুরক্ষিত। এ সময় আমি এবং আমার পরিবার...