রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এবং রাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা জানান। ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর তার পোস্টে উল্লেখ করেন, ‘আমরা বিশ্বাস করি, মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন—একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থী-বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় গঠন।’ তিনি আরও লেখেন যে, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং এই নির্বাচনকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও অংশগ্রহণের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। যারা তাদের ভোট দিয়েছেন কিংবা দেননি—সবার প্রতিই তিনি কৃতজ্ঞতা...