চলতি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় টাঙ্গাইলের ১২টি উপজেলায় ১০৭টি কলেজের মধ্যে ৭টি কলেজ শতভাগ ফেল। এই সাতটি কলেজের শিক্ষার্থীদের কেউই এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষাবিদরা বলছেন, নিয়মিত ক্লাস না হওয়ার ফলে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। শতভাগ অকৃতকার্য কলেজগুলো হলো- টাঙ্গাইল সদর উপজেলার আল্লামা ইয়াকুব আলী কলেজ, টাঙ্গাইল কলেজ, টাঙ্গাইল কমার্স কলেজ, শাহীন কলেজ, মির্জাপুর উপজেলার ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ, মধুপুর উপজেলার মধুপুর মহিলা কলেজ এবং গোপালপুর উপজেলার হাদিরা বাধুরিরচর কলেজ। জানা যায়, টাঙ্গাইল জেলার ১০৭ কলেজ থেকে ২৫ হাজার ১৩০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ১১৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। সে হিসাবে পাসের হার ৪৪.২৫ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে...