গত মাসের শেষের দিকে শুরু হয়েছিল ঘরোয়া ফুটবলের আসর। মৌসুমের এমন শুরুর দিকে হঠাৎ করেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন তারিক কাজী। বেতন বকেয়া থাকার অভিযোগ এনে দেশের স্বনামধন্য ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে আকস্মিক চুক্তি ছিন্ন করেছেন তিনি। এরপরই তারিকের পাশে থাকার বার্তা দিলেন জাতীয় দলের সতীর্থ ফাহমিদুল ইসলাম। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে বসুন্ধরার সঙ্গে দীর্ঘ ৬ বছরের সম্পর্কের ইতি টানার কথা জানান তারিক। এরপর আরেক পোস্টে তার ছবি শেয়ার করে ফাহমিদুল লিখেছেন, ‘আপনার পাশে আছি, ভাই। আপনার সততা, মর্যাদা এবং খেলার প্রতি ভালোবাসা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি কথা বলে।’ এদিকে গতকাল ক্লাব ছাড়ার বিষয়ে তারিক তার পোস্টে লিখেছিলেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধ না হওয়ার কারণে আইনগতভাবে আমার চুক্তি বাতিল করেছি বসুন্ধরা কিংসের সঙ্গে। একজন ফুটবলারের...