অবিশ্বাস্য হলেও সত্যি—এক কেজি ফলের দাম ২০ লাখ টাকা। তরমুজ গোত্রের এই ফলের নাম ইউবারি মেলন, যা বিশ্বের সবচেয়ে দামি ফল হিসেবে পরিচিত। জাপানের হোক্কাইডো দ্বীপের ইউবারি অঞ্চলে ফলটি বিশেষ পরিবেশে চাষ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ইউবারি মেলন দেখতে সাধারণ তরমুজের মতো হলেও এর স্বাদ ও গন্ধ একেবারে আলাদা। ফলটির দাম এত বেশি যে, এক কেজি ইউবারি মেলন কিনতে যে অর্থ লাগে, তা দিয়ে স্বর্ণালঙ্কার বা এমনকি জমিও কেনা সম্ভব। তবে ইউবারি মেলন জাপানে সহজলভ্য নয়। ফলটি সাধারণ দোকানে বিক্রি হয় না এবং কেবল বিশেষ শ্রেণির ভোক্তাদের জন্যই বরাদ্দ থাকে। এটি সাধারণত উপহার বা নিলামের মাধ্যমে বিক্রি হয়। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়, যা তখন বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। বিজনেস ইনসাইডার-এর...