এই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী দাবি করেছেন, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন আটকে রেখেছেন প্রশাসনের ভেতরের কিছু প্রভাবশালী কর্মকর্তা। শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি চারজনের নাম উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন: ২০% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আটকে দিয়েছে সেলিম, জাকির, বাহাউদ্দীন ও মোমতাজিরা। আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, সময় এসেছে এদের বর্জনের। যদিও তিনি এদের পদবি বা দপ্তর প্রকাশ করেননি, তবে ধারণা করা হচ্ছে—তারা শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। শুধু সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ নয়, আন্দোলনকে আরও দৃঢ় করতে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ‘কালো পতাকা মিছিল’-এর ডাক দিয়েছেন অধ্যক্ষ আজিজী। তিনি তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, সবাই কালো পতাকা নিয়ে...