বেতন-ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়। শিক্ষকরা জানিয়েছেন, মিছিলটি জাতীয় ঈদগাহ এলাকার কদম ফোয়ারায় গিয়ে শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা পুনরায় শহীদ মিনারে ফিরে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি এক বার্তায় কর্মসূচির পরিকল্পনার বিষয়ে বলেন, ‘আমাদের কালো পতাকা মিছিলটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায়...