মিছিলে অংশ নেওয়া সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহাদ বলেন, আমরা জাবিপ্রবির মতো ছোট ক্যাম্পাস থেকেও প্রতিবাদের ভাষায় বলতে চাই ধর্ষকদের কোনো আইডেন্টিটি থাকতে পারে না। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যিনাত মিয়া আজিজুল বলেন, একজন বা দুইজন নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে টনক নড়াতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আটক করতে হবে। আর ৭ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আন্দোলন আরও তীব্র হবে।সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক লিটন আকন্দ বলেন, আমরা একটি নৈতিক ও সমন্বিত সমাজে বাস করি— এখানে এ ধরনের অপকর্ম বরদাশত করা যায় না। ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিচারের আওতায় আনতে।বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি...