ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫ কলেজ থেকে কেউ পাস করেনি।এ বোর্ডে শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। এ শিক্ষাবোর্ডে মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৯৬ জন পাস করেছে। মোট পাসকৃত শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। তবে এ বোর্ডে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বোর্ড কর্তৃক প্রকাশিত জিরো পারসেন্ট পাস তালিকা অনুযায়ী, এই ১৫টি প্রতিষ্ঠানের মোট ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু কেউই উত্তীর্ণ হতে পারেননি। শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর মধ্যে রয়েছে...