বয়স হলে বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়বদ্ধতা হওয়া তো স্বাভাবিকই ধরা হয়। কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম। কষ্ট করে সন্তানকে বড় করেন, দিনের পর দিন খেটে দেন, তারপর বার্ধক্যে সেবা ও ভরণপোষণ না পেয়ে পিছুটানে পড়তে হয়—এ ধরনের কাহিনি আমাদের চারপাশে বরং নানাবিধ। সেক্ষেত্রে প্রশ্ন জাগে, আইনি পথ কি খুলে দিয়েছে কেউ, নাকি জরাজীর্ণ শরীর নিয়ে শেষ পর্যন্ত নিরাশাবস্থায় দিন কাটাবেন বাবা-মা? ২০১৩ সালে সংসদে গৃহীত ভরণপোষণ সম্পর্কিত আইনই এই বিষয়ে বদলে দেওয়ার চেষ্টা করেছে। আইনটি বাবা-মাকে তার পুত্র বা কন্যার কাছ থেকে ভরণপোষণের অর্থ বাংলাদেশি আইনের অধীনে দাবি করার অধিকার দিয়েছে। অর্থাৎ কোনো সন্তান বয়স্ক বা অক্ষম বাবা-মাকে আর্থিক সহায়তা না দিলে, আইন অনুযায়ী বাবা-মা জেলা আদালতের ফ্যামিলি কোর্টে মামলা করে ভরণপোষণ আদায় করতে পারবেন। প্রকৃত বাস্তবে কী হয়? দেশে...