নিজেদের ন্যায্য দাবি আদায়ে শনিবার দুপুরে তারা কালো পতাকা মিছিল করবেন। শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানিয়েছেন, সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ১০ অক্টোবর রাতে শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখন অনশনে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রাথমিক স্তরের চার লাখ শিক্ষক আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমাদের পাশে রয়েছেন। আমরা প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করব না। তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ ও প্রজ্ঞাপন জারি বিলম্বে ক্ষোভ জানিয়ে আমরা গতকাল থেকে অনশন শুরু করেছি। আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানাব। দেলাওয়ার আজিজী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা শিক্ষকদের ন্যায্য...