ইসলামী আইন ও বিধি-বিধানের মূল লক্ষ্য মানুষের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করা। একেই এককথায় বলা হয় মাকাসিদে শরিয়াহ।মহান আল্লাহ বলেন, ‘আমি আপনাকে (হে রাসুল) দ্বিনের সঠিক পথের (শরিয়তের) ওপর প্রতিষ্ঠিত করেছি। ’ (সুরা : জাসিয়া, আয়াতাংশ : ১৮) আবারও বলা হয়েছে—‘তিনি তোমাদের জন্য দ্বিন বিধিবদ্ধ (শরিয়াহ) করে দিয়েছেন,...তোমরা দ্বিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না। সুরা : শুরা, আয়াত : ১৩) পাপ-পঙ্কিলতাপূর্ণ পরিবেশ থেকে মুক্তির পথে নিয়ে আসাই শরিয়ার উদ্দেশ্য। পবিত্র কোরআনে বলা হয়েছে—‘আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। ’ (সুরা : আহজাব, আয়াত : ৩৩) ইসলামের বিঘোষিত নীতি হলো, সহজ-সাবলীল জীবনবোধ। প্রিয় নবী (সা.) বলেন, ‘বান্দাদের ওপর আল্লাহর হক হচ্ছে, তারা একমাত্র তাঁরই ইবাদত করবে এবং তাঁর সঙ্গে অন্য কাউকে অংশীদার...