পৃথিবীর দক্ষিণ মেরুর বরফচ্ছাদিত ভূমি অ্যান্টার্কটিকা দ্রুত গলতে শুরু করেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, বরফের ওপর উষ্ণতার চাপ ক্রমেই বাড়ছে, যার ফলে হিমবাহের গতি বৃদ্ধি, বরফস্তরের ক্ষয় এবং সমুদ্রবরফের আয়তন হ্রাস পাচ্ছে—যা গ্রিনল্যান্ডের বরফগলার প্রবণতার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল রয়েছে। দক্ষিণ মেরুতেও জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাববৈজ্ঞানিক সাময়িকী নেচার জিওসায়েন্স-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, দক্ষিণ মেরু দীর্ঘদিন ধরে যে অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে বিজ্ঞানীরা আশ্বস্ত ছিলেন, সেই অ্যান্টার্কটিকাতেই এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে দ্রুত বরফ হারানোর প্রবণতা। ডেনিশ মেটেরিওরোলজিক্যাল ইনস্টিটিউটের গবেষক ও গবেষণার প্রধান লেখক রুথ মট্রাম বলেছেন, “আমরা ভেবেছিলাম, অ্যান্টার্কটিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা দিতে অনেক সময় লাগবে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন।” অ্যান্টার্কটিকার বরফস্তর প্রায় ৫৪ লক্ষ বর্গমাইল জুড়ে বিস্তৃত, যার ভেতর জমে আছে এতটাই বরফ যে পুরোপুরি গলে গেলে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের...