সকালটা যেমন শুরু হবে, তেমনই সারাদিন আমাদের জীবন প্রভাবিত করে। তাই নবী করিম (সা.) আমাদের জন্য কিছু বিশেষ আমল ও জিকির বর্ণনা করেছেন, যা করলে সারাদিন আল্লাহর নৈকট্য, নিরাপত্তা এবং বরকত পাওয়া যায়। শাদ্দাদ বিন আওস (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন: “আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা… ফাগফির লি।” অর্থ:হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার বান্দা। আমার সব অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই, আমার পাপ ক্ষমা করুন। ফজিলত:যে ব্যক্তি দিনের বেলায় এই ইস্তিগফার বলবে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতে যাবে। রাতে বললে এবং সকালে মারা গেলে, সে জান্নাতের অধিবাসী হবে।(বুখারি: ৬৩০৬) আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত: যে ব্যক্তি সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার এই জিকির করবে, কিয়ামতের...