বিএনপির পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐকমত্য কমিশনের তরফে আমন্ত্রণপত্রগুলো পৌঁছে দেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। রাতে ঐকমত্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। এদিন রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানান ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টায় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসনের হাতে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে চূড়ান্ত হওয়া জুলাই...