২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফল * পাশের হার ও জিপিএ-৫ কমেছে * মানবিকে ৫২ শতাংশ, বাণিজ্যে ৪৪ ও বিজ্ঞানে ২১ শতাংশ ফেল * উদারভাবে নম্বর না দেওয়ার প্রভাব ইংরেজিতে অকৃতকার্যের ধাক্কা লেগেছে এবারের উচ্চমাধ্যমিকের (এইচএসসি) সার্বিক পাশের হারে। এগারো শিক্ষা বোর্ডে এ বিষয়ে ফেল করেছে ৩৪ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী। এটি গত বছরের চেয়ে বেশি। বিভাগ বিচারে বিজ্ঞানে ২১ শতাংশ, বাণিজ্যে ৪৪ শতাংশ এবং মানবিকে প্রায় ৫২ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে। এসবের প্রভাব পড়েছে সার্বিক ফলের ওপর। গত ২১ বছরে এবার পাশের হার সবচেয়ে কম। ২০০৫ সালে এইচএসসিতে এটি ছিল ৫৯ দশমিক ১৬ শতাংশ। এরপর থেকে প্রতিবছরই পাশের হার বেড়েছে বা সামান্য কমবেশি হয়েছে। কিন্তু এবার তাতে বড় বিপর্যয় নামল। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম...