জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া আগে না দেখে কোনোভাবেই সনদে স্বাক্ষর করবে না এমন স্পষ্ট অবস্থান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণদের নিয়ে গঠিত এই দলের সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা বুঝতে পারি, এটি তাদের রাজনৈতিক অবস্থান। তবে আমরা এখনো আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে।” এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে তিনটি দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো—১️. সনদ বাস্তবায়ন আদেশের ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্ন চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে;২. আদেশের খসড়া জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড....