ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে আলফাডাঙ্গা উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনো ঠাঁই থাকবে না। দলের ভাবমূর্তি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাকে কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে প্রচারণা চালাচ্ছি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির (একাংশ) এ মতবিনিময় সভা আয়োজন করে। খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও...