এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। তবে এই ফল বিপর্যয়েও শতভাগ পাস করেছে সিলেট ক্যাডেট কলেজের পরীক্ষার্থীরা। সিলেট ক্যাডেট থেকে এবার ৪৯ জন পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নিয়ে সবাই জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪৮ জন বিজ্ঞান বিভাগ এবং ১ জন মানবিক বিভাগ থেকে পাস করেছে। ঈর্ষণীয় ফলাফল অর্জনের বিষয়ে সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ ড. এ. এস. এম. মুরতাহান বিল্লাহ বলেন, ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেট কলেজের অভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, ক্যাডেটদের কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকবৃন্দের সহযোগিতায়...