২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতর কবে হতে পারে এ নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হতে পারে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান। আর ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ (শুক্রবার)। আল-জারওয়ান জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ ডুবে যাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হওয়ার সম্ভাবনা নেই, বরং ১৯ ফেব্রুয়ারি থেকেই রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। তিনি আরও জানান, রমজান মাস ২০২৬ সালের ২০ মার্চ শুক্রবার শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর পালিত হতে পারে। মধ্যপ্রাচ্যের...