আধ্যাত্মিক সুফি সাধক ও মানবতাবাদী দর্শনের প্রবর্তক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার সাঁই লালনের স্মৃতিধন্য আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে রয়েছে লালন দর্শন ও জীবনবোধ নিয়ে আলোচনা সভা, লালনসংগীত পরিবেশনা এবং ঐতিহ্যবাহী লালন মেলা। এতে দেশজুড়ে খ্যাতনামা লালন শিল্পীরা পরিবেশন করবেন সাধক লালনের অমর গান। পাশাপাশি অংশ নিচ্ছেন হাজারো ভক্ত, দর্শনার্থী ও অনুসারী। এছাড়া আগামী ১৮ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে লালন উৎসব। সেখানে থাকছে লালনগীতি, দর্শনচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিন বিকেল ৪টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালনধামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি...