গাইবান্ধায় দুই কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ফেল করেছে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ থেকে মোট ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০১৩ সালে কলেজে উন্নীত হয়। এবার প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। তাদের মধ্যে দুজন অনিয়মিত ছিলেন। অপরদিকে, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরও এই কলেজে পাসের হার ছিল শূন্য। কলেজের অফিস সহকারী সাহারা বেগম জানিয়েছেন, শিক্ষার্থী অনিয়মিত হওয়ায় এবং দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার কারণে ফলাফল শূন্য হয়েছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি এখনও এমপিওভুক্ত নয়। এ কারণে শিক্ষার্থীরা...