রাকসু নির্বাচনে সুষ্ঠু ভোটগ্রহণে সহযোগিতার জন্য সব প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এক বার্তায় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সহযোগিতা দেওয়ার জন্য প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট অন্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। উপাচার্য তার বার্তায় বলেন, ৩৫ বছরেরও বেশি সময় পর এবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ২৯ হাজার ভোটারের এই ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এক বিশাল চ্যালেঞ্জ ছিল। নির্বাচন কমিশন, চিফ রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা, প্রতিদ্বন্দ্বী...