কানাডায় এবার হ্যালোইন উৎসব শুধু মানুষ নয়, পোষ্য প্রাণীরাও উপভোগ করবে নিজের মতো করে। জনপ্রিয় অনলাইন পোষ্যসেবা প্রতিষ্ঠান রোভারডটকম (Rover.com)-এর এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, ৬০ শতাংশ কানাডিয়ান পোষ্যমালিক তাদের পোষ্যকে হ্যালোইনের সাজে সাজানোর পরিকল্পনা করছেন। সমীক্ষায় দেখা গেছে, শুধু পোষ্যকে সাজানো নয় ৪৬ শতাংশ মালিক জানিয়েছেন, তারা নিজেরাও পোষ্যের সঙ্গে একই রকম বা পরিপূরক পোশাক পরবেন। অর্থাৎ, মালিক ও পোষ্য দু’জনেই একসঙ্গে থিম মিলিয়ে সাজবেন। কেউ জাদুকর-জাদুকরী, কেউ আবার ভ্যাম্পায়ার জুটি হয়ে হাজির হবেন প্রতিবেশীদের সামনে। হ্যালোইনের পোশাকের দৌড়ে কুকুর এখনো শীর্ষে। সমীক্ষা অনুযায়ী, ৬৬ শতাংশ কুকুরের মালিক তাঁদের প্রিয় বন্ধুকে নতুন পোশাক পরাতে চান। অন্যদিকে ৪৪ শতাংশ বিড়ালের মালিকও এ বছর বিড়ালকে সাজাতে আগ্রহী। বিশেষজ্ঞদের মতে, কুকুর সাধারণত বেশি সামাজিক ও বাইরে ঘোরাঘুরি করে বলে তাদের সাজানোতে মালিকদের...