দূরত্ব দৃশ্যকে আড়াল করে, তখন দৃষ্টির বাইরে চলে যায় দৃশ্য। তার মানে দৃশ্যের অস্তিত্ব শেষ হয়ে যায় না। এটাই বাস্তবতা। সূর্যের আলোয় রাতের আকাশ মিশে যায়। তারারা নির্বাসিত হয় অসীম অনন্ত কোনো লোকে। তার মানে তারার অস্তিত্ব, রাতের আকাশ হারিয়ে যায় না। তারা তার অস্তিত্ব নিয়ে দিব্যি প্রকাশমান। তবে দৃষ্টির আড়ালে কেন? এখানে এক ধরনের সিম্ফনি রয়েছে, তা হলো তারার প্রকাশ তখনই সত্যি হয়, যখন আকাশে অন্ধকার এসে ছায়া ফেলে। তারার ঔজ্জ্বল্যের সংগে অন্ধকারের রিদম রয়েছে। অন্ধকার পেলেই তারা তার আপন সত্তায় বিকশিত হয়। রৌদ্রচ্ছটায় তা সম্ভব হয় না। একইভাবে দূরত্ব কমে গেলে দৃশ্য তখন দৃশ্যমান হয়। কারণ সে আছে। সে আছে তার পরিপূর্ণ অস্তিত্ব নিয়েই। শুধু দূরত্বের জন্যে দৃশ্যের সাময়িক অনুপস্থিতি। দূরত্ব ঘুচলেই সেখানে আবার দৃশ্য বিকাশিত, প্রকাশিত হয়...