খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত সাংবাদিকদের জানান, ৯ অক্টোবর (গত) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়। তিনি বলেন, সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা একাডেমিক কাউন্সিলে আপিল করার সুযোগ পাবে। ছাত্রবিষয়ক পরিচালক বলেন, শিক্ষকের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার, তার সনদ বাতিল এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর মানবিক বিবেচনায় তার সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে। মাদক সেবন, বেচা-কেনার অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার...