উৎসবকে ঘিরে লালন শাহের আখড়াবাড়ীতে সাধু, গুরু আর ভক্তদের পদচারণায় মুখরিত পুরো এলাকা। কোন চিঠি বা দাওয়াত দেয়া লাগে না। এক অজানা টানে লালনের ভক্তরা মাজার প্রাঙ্গনে অনুষ্ঠানের আগে থেকেই হাজির হন, আবার নির্দিষ্ট সময় শেষে নিজেরাই চলে যান। আজ বিকেলে কুমারখালীর ছেঁউড়িয়ায় রাষ্ট্রীয়ভাবে লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবসের এ আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী দিনে প্রয়াত সংগীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে একটি তথ্য চিত্র প্রদর্শন এবং প্রতিদিন আলোচনা সভা শেষে গভীর রাত অবধি চলবে লালন সংগীতের আসর। এবার একটু আগেভাগেই লালন আখড়াবাড়িতে জড়ো হয়েছেন সাধু ভক্ত-অনুসারীরা। অনুষ্ঠানমালা চলবে আগামী রোববার মধ্য রাত পর্যন্ত। এদিকে তিরোধান দিবসকে কেন্দ্র করে মরা কালী গঙ্গা পাড়ের মাঠে বসেছে মেলা। সরেজমিন দেখা যায়, ১৩৫তম লালন তিরোধান দিবসে মরা...